প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
ওই তোমার ওই বাঁশিখানি
শুধু ক্ষণেক - তরে
দাও গো আমার করে।
শরৎ - প্রভাত গেল ব’য়ে,
দিন যে এল ক্লান্ত হয়ে,
বাঁশি - বাজা সাঙ্গ যদি
কর আলস - ভরে
তবে তোমার বাঁশিখানি
শুধু ক্ষণেক - তরে
দাও গো আমার করে।
আর কিছু নয়, আমি কেবল
করব নিয়ে খেলা
শুধু একটি বেলা।
তুলে নেব কোলের ’পরে,
অধরেতে রাখব ধরে,
তারে নিয়ে যেমন খুশি
যেথা - সেথায় ফেলা—
এমনি করে আপন মনে
করব আমি খেলা
শুধু একটি বেলা।
তার পরে যেই সন্ধে হবে
এনে ফুলের ডালা
গেঁথে তুলব মালা।
সাজাব তায় যূথীর হারে,
গন্ধে ভরে দেব তারে,
করব আমি আরতি তার
নিয়ে দীপের থালা।
সন্ধে হলে সাজাব তায়