চিত্রাঙ্গদা
               সে কি সত্য, সে কি মায়া!
                    সে কি কায়া,
               সে কি সুবর্ণকিরণে-রঞ্জিত ছায়া!


চিত্রাঙ্গদার প্রবেশ

       এসো এসো যে হও সে হও,
               বলো বলো তুমি স্বপন নও, নও স্বপন নও।
                  অনিন্দ্যসুন্দর দেহলতা
                      বহে  সকল আকাঙ্ক্ষার পূর্ণতা॥ স্বরলিপি
  চিত্রাঙ্গদা।   তুমি অতিথি, অতিথি আমার। 
                    বলো কোন্‌ নামে করি সৎকার॥ স্বরলিপি
    অর্জুন।   পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীবধন্বা  নৃপতিকন্যা!
               লহো মোর খ্যাতি,
                   লহো মোর কীর্তি,
                       লহো পৌরুষগর্ব।
                          লহো আমার সর্ব॥ স্বরলিপি
  চিত্রাঙ্গদা।   কোন্‌ ছলনা এ যে নিয়েছে আকার,
                   এর কাছে মানিবে কি হার।
                            ধিক্‌ ধিক্‌ ধিক্‌॥
            বীর তুমি বিশ্বজয়ী,
                নারী এ যে মায়াময়ী–
                   পিঞ্জর রচিবে কি এ মরীচিকার।
                            ধিক্‌ ধিক্‌ ধিক্‌।
            লজ্জা, লজ্জা, হায় একি লজ্জা,
                মিথ্যা রূপ মোর, মিথ্যা সজ্জা।
                   এ যে মিছে স্বপ্নের স্বর্গ,
                        এ যে শুধু ক্ষণিকের অর্ঘ্য,
                            এই কি তোমার উপহার
                                ধিক্‌ ধিক্‌ ধিক্‌॥ স্বরলিপি

 

  অর্জুন।   হে সুন্দরী, উন্মথিত যৌবন আমার