অতিথি

ওই শোনো গো, অতিথ বুঝি আজ

            এল আজ।

ওগো বধূ, রাখো তোমার কাজ

            রাখো কাজ।

 

শুনছ না কি তোমার গৃহদ্বারে

রিনিঠিনি শিকলটি কে নাড়ে,

            এমন ভরা সাঁঝ!

পায়ে পায়ে বাজিয়ো নাকো মল,

ছুটো নাকো চরণ চঞ্চল,

            হঠাৎ পাবে লাজ।

 

ওই শোনো গো, অতিথ এল আজ

            এল আজ।

ওগো বধূ, রাখো তোমার কাজ

            রাখো কাজ।

 

নয় গো কভু বাতাস এ নয় নয়

            কভু নয়।

ওগো বধূ, মিছে কিসের ভয়             

            মিছে ভয়!

 

আঁধার কিছু নাইকো আঙিনাতে,

আজকে দেখো ফাগুন - পূর্ণিমাতে

            আকাশ আলোময়।

নাহয় তুমি মাথার ঘোমটা টানি

হাতে নিয়ো ঘরের প্রদীপখানি,

            যদি শঙ্কা হয়।

 

নয় গো কভু বাতাস এ নয় নয়