জন্মান্তর

আমি        ছেড়েই দিতে রাজি আছি

                     সুসভ্যতার আলোক,

আমি        চাই না হতে নববঙ্গ

                     নব যুগের চালক।

আমি        নাই বা গেলেম বিলাত,

নাই বা     পেলেম রাজার খিলাত,

যদি         পরজন্মে পাই রে হতে

                     ব্রজের রাখাল বালক

তবে        নিবিয়ে দেব নিজের ঘরে

                     সুসভ্যতার আলোক।

 

যারা        নিত্য কেবল ধেনু চরায়

                     বংশীবটের তলে,

যারা        গুঞ্জা ফুলের মালা গেঁথে

                     পরে পরায় গলে,

যারা        বৃন্দাবনের বনে

সদাই       শ্যামের বাঁশি শোনে,

যারা        যমুনাতে ঝাঁপিয়ে পড়ে

                      শীতল কালো জলে—

যারা        নিত্য কেবল ধেনু চরায়

                      বংশীবটের তলে।