ক্ষতিপূরণ

তোমার তরে সবাই মোরে

       করছে দোষী

       হে প্রেয়সী!

বলছে—কবি তোমার ছবি

       আঁকছে গানে,

প্রণয়গীতি গাচ্ছে নিতি

       তোমার কানে,

নেশায় মেতে ছন্দে গেঁথে

       তুচ্ছ কথা

ঢাকছে শেষে বাংলাদেশে        

       উচ্চ কথা।

তোমার তরে সবাই মোরে

       করছে দোষী

       হে প্রেয়সী!

 

সে কলঙ্কে নিন্দাপঙ্কে

       তিলক টানি

       এলেম রানী!

ফেলুক মুছি হাস্যশুচি

       তোমার লোচন

বিশ্বসুদ্ধ যতেক ক্রুদ্ধ

       সমালোচন।

অনুরক্ত তব ভক্ত

        নিন্দিতেরে

করো রক্ষে শীতল বক্ষে

       বাহুর ঘেরে।

 

তাই কলঙ্কে নিন্দাপঙ্কে

       তিলক টানি

       এলেম রানী।