পরামর্শ

সূর্য গেল অস্তপারে—

     লাগল গ্রামের ঘাটে

       আমার জীর্ণ তরী।

শেষ বসন্তের সন্ধ্যা - হাওয়া

      শস্যশূন্য মাঠে

        উঠল হাহা করি।

আর কি হবে নূতন যাত্রা

     নূতন রাণীর দেশে

       নূতন সাজে সেজে?

এবার যদি বাতাস উঠে

     তুফান জাগে শেষে,

          ফিরে আসবি নে যে।

 

অনেক বার তো হাল ভেঙেছে,

     পাল গিয়েছে ছিঁড়ে

       ওরে দুঃসাহসী।

সিন্ধুপানে গেছিস ভেসে

     অকূল কালো নীরে

        ছিন্ন - রশারশি।

এখন কি আর আছে সে বল?        

     বুকের তলা তোর

       ভরে উঠছে জলে।

অশ্রু সেঁচে চলবি কত—

     আপন ভারে ভোর

       তলিয়ে যাবি তলে।

 

এবার তবে ক্ষান্ত হ রে

     ওরে শ্রান্ত তরী,

       রাখ্‌ রে আনাগোনা।

বর্ষশেষের বাঁশি বাজে