ভীরুতা

গভীর সুরে গভীর কথা          

     শুনিয়ে দিতে তোরে

        সাহস নাহি পাই।

মনে মনে হাসবি কিনা

     বুঝব কেমন করে?

        আপনি হেসে তাই

        শুনিয়ে দিয়ে যাই—

ঠাট্টা করে ওড়াই সখী,

        নিজের কথাটাই।

হাল্কা তুমি কর পাছে

        হাল্কা করি ভাই,

        আপন ব্যথাটাই।

 

সত্য কথা সরলভাবে

              শুনিয়ে দিতে তোরে

        সাহস নাহি পাই।

অবিশ্বাসে হাসবি কিনা

     বুঝব কেমন করে?

        মিথ্যা ছলে তাই

        শুনিয়ে দিয়ে যাই,

উল্টা করে বলি আমি

        সহজ কথাটাই।

ব্যর্থ তুমি কর পাছে

        ব্যর্থ করি ভাই,

        আপন ব্যথাটাই।

 

সোহাগ - ভরা প্রাণের কথা          

     শুনিয়ে দিতে তোরে

         সাহস নাহি পাই।

সোহাগ ফিরে পাব কিনা