সন্ধ্যা

অয়ি সন্ধ্যে,

      অনন্ত আকাশতলে বসি একাকিনী,

                     কেশ এলাইয়া

     মৃদু মৃদু ও কী কথা    কহিস আপন মনে

                   গান গেয়ে গেয়ে,

                  নিখিলের মুখপানে চেয়ে।

    প্রতিদিন শুনিয়াছি, আজও তোর কথা

                নারিনু বুঝিতে।

    প্রতিদিন শুনিয়াছি,   আজও তোর গান

               নারিনু শিখিতে।

              চোখে লাগে ঘুমঘোর,  

             প্রাণ শুধু ভাবে হয় ভোর।

    হৃদয়ের অতিদূর দূর দূরান্তরে

    মিলাইয়া কণ্ঠস্বর তোর কন্ঠস্বরে

            উদাসী প্রবাসী যেন

    তোর সাথে তোরি গান করে ।

 

    অয়ি সন্ধ্যা, তোরি যেন স্বদেশের প্রতিবেশী

       তোরি যেন আপনার ভাই

  প্রাণের প্রবাসে মোর দিশা হারাইয়া

             বেড়ায় সদাই।

      শোনে যেন স্বদেশের গান,

      দূর হতে কার পায় সাড়া

             খুলে দেয় প্রাণ।

       যেন কী পুরোনো স্মৃতি

      জাগিয়া উঠে রে ওই গানে।

    ওই তারকার মাঝে   যেন তার গৃহ ছিল,

          হাসিত কাঁদিত ওইখানে।

          আরবার ফিরে যেতে চায়

          পথ তবু খুঁজিয়া না পায়।