বনবাণী
বহুকাল চলিয়াছে বসন্তের রসের সঞ্চার
       ওই তব মজ্জায় মজ্জায়,
                 ওগো আম্রবন।
বহুকাল যৌবনের মদোৎফুল্ল পল্লীললনার
       আকুলিত অলকসজ্জায়
                 জোগালে ভূষণ।
শিকড়ের মুষ্টি দিয়া আঁকড়িয়া যে বক্ষ পৃথ্বীর
       প্রাণরস কর তুমি পান,
                 ওগো আম্রবন,
সেথা আমি গেঁথে আছি দুদিনের কুটির মৃত্তির —
তোমার উৎসবে আমি আজি গাব এক রজনীর
                      পথ-চলা গান,
           কালি তার হবে সমাপন।