প্রেম ও প্রকৃতি
১০
     ও কথা বোলো না তারে,       কভু সে কপট না রে–
             আমার কপাল-দোষে চপল সেজন।
     অধীরহৃদয় বুঝি          শান্তি নাহি পায় খুঁজি,
             সদাই মনের মতো করে অন্বেষণ।
             ভালো সে বাসিত যবে করে নি ছলনা।
     মনে মনে জানিত সে      সত্য বুঝি ভালোবাসে–
             বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
             হরষে হাসিত যবে হেরিয়া আমায়,
     সে হাসি কি সত্য নয়।       সে যদি কপট হয়
             তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
     ও কথা বোলো না তারে–     কভু সে কপট না রে,
             আমার কপাল-দোষে চপল সেজন।
     প্রেমমরীচিকা হেরি            ধায় সত্য মনে করি,
             চিনিতে পারে নি সে যে আপনার মন॥