প্রকৃতি
২২৩
        ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!       
              ও চাঁদ, তোমায় দোলা–
                    কে দেবে কে দেবে তোমায় দোলা–
    আপন আলোর স্বপন-মাঝে বিভোল ভোলা॥
কেবল তোমার চোখের চাওয়ায়   দোলা দিলে হাওয়ায় হাওয়ায়,
    বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফান-তোলা॥
          আজ মানসের সরোবরে
  কোন্‌ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের ’পরে।
    তোমার হাসির আভাস লেগে    বিশ্ব-দোলন দোলার বেগে
        উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা॥