প্রকৃতি
২২১
ওই)    ভাঙল হাসির বাঁধ।
অধীর হয়ে মতল কেন পূর্ণিমার ওই চাঁদ॥
       উতল হাওয়া ক্ষণে ক্ষণে   মুকুল-ছাওয়া বকুলবনে
       দোল দিয়ে যায় পাতায় পাতায়, ঘটায় পরমাদ॥
ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে।
স্বপন যত ছড়িয়ে প’ল দিকে দিগন্তরে।
       আজ রাতের ওই পাগলামিরে   বাঁধবে বলে কে ওই ফিরে,
       শালবীথিকায় ছায়া গেঁথে তাই পেতেছে ফাঁদ॥