প্রকৃতি
১২৫
       
ওগো সাঁওতালি ছেলে,
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে।
ধানের ক্ষেতের পারে   শালের ছায়ার ধারে
বাঁশির সুরেতে  সুদূর দূরেতে  চলেছ হৃদয় মেলে॥
    পুব-দিগন্ত দিল তব দেহে নীলিমলেখা,
       পীত
ধড়াটিতে অরুণরেখা,
    কেয়াফুলখানি   কবে তুলে
আনি
       দ্বারে মোর
রেখে গেলে॥
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি।
    ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
       
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে,
          
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে॥