প্রকৃতি
৮০
     কোথা যে উধাও হল মোর প্রাণ উদাসী
            আজি ভরা বাদরে॥
        ঘন ঘন গুরু গুরু গরজিছে,
     ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা–
     মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে॥