প্রকৃতি
৪৩
ছায়া ঘনাইছে বনে বনে,   গগনে গগনে ডাকে দেয়া।
কবে নবঘন-বরিষনে   গোপনে গোপনে এলি কেয়া।
  পূরবে নীরব ইশারাতে  একদা নিদ্রাহীন রাতে
      হাওয়াতে কী পথে দিলি খেয়া–
           আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া॥
যে মধু হৃদয়ে ছিল মাখা  কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।
  বুঝি এলি যার অভিসারে  মনে মনে দেখা হল তারে
       আড়ালে আড়ালে দেয়া-নেয়া–
          আপনায় লুকায়ে দেয়া-নেয়া॥