প্রকৃতি
৪০
আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
            ‘আ য়    আ য়   আ য়’॥
জামের বনে আমের বনে রব উঠেছে তাই–
            ‘যা ই     যা ই    যা ই’॥
উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে
             পাতায় পাতায়॥
নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়–
            ‘আ য়    আ য়   আ য়’॥
কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই–
            ‘যা ই     যা ই    যা ই’॥
মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে
             পাল-তোলা পাখায়॥