স্বদেশ
৩৬
               রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
   তোমার     টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥
               যা-খুশি তাই করতে পারো   গায়ের জোরে রাখো মারো—
               যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে॥
               অনেক তোমার টাকা কড়ি,  অনেক দড়া অনেক দড়ি,
               অনেক অশ্ব অনেক করী— অনেক তোমার আছে ভবে।
               ভাবছ হবে তুমিই যা চাও,  জগৎটাকে তুমিই নাচাও—
               দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে॥