পূজা ও প্রার্থনা
৬৫
            কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
            সংসার মোরে মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন।
            ( ঘিরে ছিল, ঘিরেছিল হে আমায়–
                       মোহঘোরে– মহামোহে। )
            আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
            কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন।
            ( জানি নে, জানি নে হে, আমি স্বপনে–
            আমার এমন ভাগ্য হবে আমি জানি নে, জানি নে হে। )
            জানি না কখন্‌ করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
            দেখিতে দেখিতে কিরণে পূরিল আমার হৃদয়গগন।
            ( আমার হৃদয়গগন পূরিল তোমার চরণকিরণে–
                       তোমার করুণা-অরুণে। )
            তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে–
            হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন।
            ( যত বাঁধ ছিল যেখানে, ভেঙে গেল, ভেসে গেল হে। )
            সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা–
            আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন।
            ( তোমার চরণে গিয়ে লাগিবে আমার জীবনতরণী–
                       অভয়চরণে গিয়ে লাগিবে। )