পূজা ও প্রার্থনা
৫৮
            উঠি চলো, সুদিন আইল–  আনন্দসৌগন্ধ উচ্ছ্বসিল॥
                       আজি বসন্ত আগত স্বরগ হতে
                 ভক্তহৃদয়পুষ্পনিকুঞ্জে– সুদিন আইল॥