আনুষ্ঠানিক

১৯

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।

স্থলে জলে নভতলে বনে উপবনে

নদীনদে গিরি-গুহা-পারাবারে

নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা,    নিত্য নৃত্যরসভঙ্গিমা।

নববসন্তে নব আনন্দ–উৎসব নব–

অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে ;

শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে ;

পিককূজন পুষ্পবনে বিজনে।

তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে

কলগীত সুললিত বাজে।

তোমার নিশ্বাসসুখপরশে    উচ্ছ্বাসহরষে

পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।

দিকে দিকে তব বাণী–নব নব তব গাথা–অবিরল রসধারা॥