মালিনী
মালিনী।                ক্ষমা করো—একান্ত এ প্রার্থনা আমার 
তব পদে। 
  রাজা।                                                রাজদ্রোহী, ক্ষমিব তাহারে 
বৎসে? 
সুপ্রিয়।                                        কে কার বিচার করে এ সংসারে! 
সে কি চেয়েছিল তব সসাগরা মহী 
মহারাজ? সে জানিত তুমি ধর্মদ্রোহী, 
তাই সে আসিতেছিল তোমার বিচার 
করিতে আপন বলে। বেশি বল যার 
সেই বিচারক। সে যদি জিনিত আজি 
দৈবক্রমে, সে বসিত বিচারক সাজি, 
তুমি হতে অপরাধী! 
মালিনী।                                                               রাখো প্রাণ তার 
মহারাজ!  তার পরে স্মরি উপকার 
হিতৈষী বন্ধুরে তব যাহা ইচ্ছা দিয়ো, 
লবে সে আদর করি। 
 রাজা।                                                                 কী বল সুপ্রিয়? 
বন্ধুরে করিব বন্ধুদান? 
সুপ্রিয়।                                                                চিরদিন 
স্মরণে রহিবে তব অনুগ্রহ-ঋণ 
নরপতি। 
 রাজা।                                           কিন্তু তার পূর্বে একবার 
দেখিব পরীক্ষা করি বীরত্ব তাহার। 
দেখিব মরণভয়ে টলে কি না টলে 
কর্তব্যের বল। মহত্ত্বের শিখা জ্বলে 
নক্ষত্রের মতো— দীপ নিবে যায় ঝড়ে, 
তারা নাহি নিবে। সে কথা হইবে পরে। 
তোমার বন্ধুরে তুমি পাবে, মাঝখানে 
উপলক্ষ আমি।  সে দানে তৃপ্তি না মানে 
মন। আরো দিব। পুরস্কার বলে নয়— 
রাজার হৃদয় তুমি করিয়াছ জয়, 
সেথা হতে লহ তুলি রত্ন সর্বোত্তম