পরিশিষ্ট ১
শুভক্ষনে কাছে ডাকিলে, লজ্জা
আমার ঢাকিলে গো—
তোমারে সহজে পেরেছি
বুঝিতে।
কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে
ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার
মূল্য আছে—
এ নিরন্তর সংশয়ে আর পারি নে
যুঝিতে।
তোমারেই শুধু পেরেছি বুঝিতেৼ
প্রস্থান
[শান্তা] হায় হতভাগিনী,
স্রোতে বৃথা গেল ভেসে, কূলে তরী
লাগে নি, লাগে নি।
কাটালি বেলা বীণাতে সুর বেঁধে—
কঠিন টানে উঠল কেঁদে,
ছিন্ন তারে থেমে গেল-যে
রাগিণী।
এই পথের ধারে এসে ডেকে গেছে
তোরে সে।
ফিরিয়ে দিলি তারে রুদ্ধদ্বারে।—
বুক জ্বলে গেল গো, ক্ষমা তবুও
কেন মাগি নি।
সপ্তম দৃশ্য
কানন
অমর শান্তা,অন্যান্য পুরনারী ও পৌরজন
স্ত্রীগণ।
এস’ এস’,বসন্ত ধরাতলে।
আন’ কুহুতান,প্রেমগান।
আন’ গন্ধমদভরে অলস সমীরণ।
আন’ নবযৌবনহিল্লোল,নব প্রাণ—
প্রফুল্লনবীন বাসনা ধরাতলে।
পুরুষগণ। এস’ থর’থর’ কম্পিত মর্মরমুখরিত
নব পল্লবপুলকিত
ফুল-আকুল মালতিবল্লিবিতানে—
সুখছায়ে মধুবায়ে এস’ এস’।