পরিশিষ্ট ১
ষষ্ঠ দৃশ্য
অমর ও শান্তা
অমর। আমার নিখিল ভুবন
হারালেম আমি যে।
বিশ্ববীণার রাগিনী যায় থামি যে।
গৃহহারা হৃদয় যায় আলোহারা পথে
হায়—
গহন তিমির গুহাতলে যাই নামি যে।
তোমারই নয়নে সন্ধ্যাতারার আলো,
আমার পথের অন্ধকারে জ্বালো
জ্বালো।
মরীচিকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত
প্রহর কেটেছে মিছে।
দিন-অবসানে তোমারই হৃদয়ে
শ্রান্ত পান্থ অমৃততীর্থগামী যেৼ
শান্তা। ভুল কোরো না
গো, ভুল কোরো না,ভুল
কোরো না ভালবাসায়।
ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো
না নিষ্ফল আশায়।
বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি,দেয়
না সে ফাঁকি—
পরিচিত আমি তার ভাষায়।
দয়ার ছলে তুমি হোয়ো না নিদয়।
হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয়।
রেখো না লুব্ধ করে— মরণের
বাঁশিতে মুগ্ধ করে
টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায়ৼ
অমর। ভুল করেছিনু, ভুল ভেঙেছে।
জেগেছি,জেনেছি— আর ভুল নয়, ভুল
নয়।
মায়ার পিছে পিছে
ফিরেছি, জেনেছি স্বপন সবই মিছে—
বিঁধেছে কাঁটা প্রাণে— এ তো ফুল
নয় ফুল নয়।
ভালবাসা হেলা করিব না,
খেলা করিব না লয়ে মন— হেলা করিব
না।
তব হৃদয়ে,সখী,আশ্রয় মাগি।
অতল সাগর সংসারে— এ তো কূল নয়
কূল নয়ৼ