প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
ও বললে, “খিদে নেই।”
সন্ধের সময় স্ত্রী এসে বললে, “তোমার সেই নতুন লেখাটা শোনাবে না? ”
ও বললে, “মাথা ধরেছে।”
ভাগ্নে এসে বললে, “আমার নাম ফিরিয়ে দাও।”
মামা ঠাস্ করে তার গালে এক চড় কষিয়ে দিলে।