নর্ম্যান জাতি ও অ্যাংলো-নর্ম্যান সাহিত্য

অতিশয় সুখকর সূর্য যবে ওঠে

গোলাপ ফুলের কুঁড়ি বাগানেতে ফোটে;

রাস্তা হয় পরিষ্কার কাদা যায় এঁটে;

পাখি গান গায়, ফুল ফোটে মাঠে মাঠে;

প্রণয়ীদিগের সাথে হইয়া বিচ্ছেদ

বিরহিণী রমণীরা করে কত খেদ।

  আর-একটি–

A veril is meory, and lengith the day,

Ladies loven solas, and play;

Swaynes, justes; knyghtis, turnay;

Syngith the nyghtyngale, gredeth thes fay;

The hote sunne clyngeth the clay,

As ye will y-sun may.

              অনুবাদ

এপ্রেল সুখের মাস, বেড়ে যায় বেলা;

মহিলারা ভালোবাসে আদর ও খেলা;

চাষারা খেলায় জুস্ট্‌, টূর্নি নাইটেরা;

বুল্‌বুল্‌ গান করে, চেঁচায় কাকেরা;

কাদা সব এঁটে যায় খর রৌদ্র বলে

দেখিতেই পাও তাহা, জান তো সকলে।

Chivalry-র সঙ্গে নর্ম্যানেরা রাজসভার আড়ম্বর ও চাকচিক্য, য়ুরোপ হইতে আনয়ন করিয়াছিল। কপট যুদ্ধ, দ্বন্দ্ব যুদ্ধ, উৎসব আমোদ নর্ম্যান ব্যারনদিগের দুর্গে দুর্গে অনুষ্ঠিত হইতে লাগিল। প্রথম এডোয়ার্ডের রাজ্যাভিষেক উপলক্ষে স্কট্‌লন্ড-অধিপতি শত সংখ্যক অশ্বারোহী নাইট সঙ্গে করিয়া লন্ডনে আসিয়াছিলেন, তাহারা প্রত্যেকে অশ্ব হইতে নামিয়া বহুমূল্য আভরণ-সমেত অশ্বগুলি অর্থীদিগকে দান করিয়া গেল। আর্চ্‌বিশপ এ. বেকেট যখন ফ্রান্সে যান, তাঁহার সঙ্গে বিচিত্র বসন-ভূষিত এক দল ভৃত্য, দুইশত নাইট, বহু সংখ্যক ব্যারন ও আমীর-ওমরাও ছিল, আড়াইশত বালক তাঁহার সম্মুখে জাতীয় সংগীত গাহিতে গাহিতে চলিতেছিল, তদ্‌ভিন্ন গাড়ি ঘোড়া, প্রত্যেক ঘোড়ার পৃষ্ঠে এক-একটি বানর ও মানুষ, অনুচর, সহচর, পুরোহিত, বন্ধুবান্ধবের আর অন্ত নাই। এইরূপ সকল বিষয়েই ধুমধাম। হাঙ্গারির অধিপতি তাঁহার বিরহবিধুরা দুহিতাকে এইরূপে সান্ত্বনা করিতেছেন-

গাড়ি করে নিয়ে যাব শিকারে তোমায়,

সে গাড়িটি মুড়ে দেব লাল মকমলে;

পদ্ম আঁকা সাটিন ও জরির চাঁদোয়া

ঝলমল করিবেক মাথার উপরে;

পরিবি সোনার হার, সুনীল বসন;