প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
Where is Ram? Where is the book? যাহার উত্তরে here কিংবা there বলিয়া নির্দেশ করা যায় এমন প্রশ্নমাত্র করাইবেন। অনেকগুলি শব্দের বানান কঠিন কিন্তু বার বার ব্যবহারের দ্বারা তাহা ছাত্রদের আয়ত্ত হইয়া যাইবে।
মানুষটি মোটা। কুকুরটি বড়ো।
গাভীটি পাগল। বিড়ালটি খারাপ।
লাল কালিটি খারাপ। ভিজা মাদুরটি ঠাণ্ডা।
বৃদ্ধ গাধাটি মোটা। বড়ো কুকুরটি পাগ্লা।
শুক্নো বিছানাটি গরম। লম্বা কলমটি শক্ত।
পুরানো ডেস্কটি নিচু। বড়ো নাকটি চ্যাপ্টা।
খোঁড়া কুকুরটি বিশ্রী। গরম হাতটি কোমল।
দয়ালু মেয়েটি ধনী। বড়ো ছাগলটি বুনো।
লম্বা কানটি পাতলা। নূতন নৌকাটি ভালো।
শুক্নো খাবারটি গরম। বুড়ো পাখিটি পোষা।
মোটা মেষশাবকটি খোঁড়া। মেয়ের মাথাটি ভিজে।
ভালো বইটি নূতন। কৃশ বালকটি পাগল।
খারাপ কালিটি নূতন। মোটা গোরুটি ভালো।
গাধার কানটি লম্বা। ছেলের হাতটি গরম।
( ছাত্রকে) Is the dog mad?
Yes, the dog is mad.
( অন্যকে) Who is mad?
The dog is mad.
( অন্যকে) What is the dog?
The dog is mad.
( অন্যকে) Is not the dog mad?
Yes, the dog is mad.
( অন্যকে) Is the boy bad?
Yes, the boy is bad.
( অন্যকে) Who is bad?
The boy is bad.
( অন্যকে) What is the boy?