প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
তব জীবনের গ্রন্থখানিতে
প্রতিদিন হোক্ লিখা,
মধুর ছন্দে গভীর বাণীতে
ভরে দিক্ লেখনিকা।
কল্যাণীয়া
তনু,
অন্তরে তব স্নিগ্ধ মাধুরী পুঞ্জিত,
বাহিরে প্রকাশ সুন্দর হাতে সন্দেশে।
লুব্ধ কবির চিত্ত গভীর গুঞ্জিত,
মুগ্ধ মধুপ মিষ্ট রসের গন্ধে সে।
রবি দাদারে যে ভুলালে তোমার নাতিত্বে
প্রবাসবাসের অবকাশ ভরি আতিথ্যে,
সেই কথাটুকু গাঁথি দিল এই ছন্দে সে।
তোমারে করিবে বন্দী নিত্যকাল মৃত্তিকা - শৃঙ্খলে
সাধ্য আছে কার?
সত্যের বন্ধন পরো, সে বন্ধন প্রেমমন্ত্র বলে
করো অলংকার।
জীবন - বীণার তার অশিথিল শক্তি দিয়ে বাঁধো,
দিনেরাত্রে সুখে - দুঃখে আলোয় আঁধারে তুমি সাধো
মৃত্যুহীন প্রাণের ঝংকার।