প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
|
![]() |
হরি বিনা দেহ দগধ হইল,
ম্লান হইল সমস্ত!
যাও যাও তুমি উদ্ধব হে,
তুমি হে মধুপুরে যাও।
চন্দ্রবদন নাহি বাঁচিবে —
বধ লাগিবে কাহাকে?
ভনয়ে বিদ্যাপতি তন মন দিয়া
শুন গুণমতী নারী —
আজ আসিছে হরি গোকুলে রে,
পথে চলো ঝটঝারি। ৬৪
২৮
সখী সঁ নায়িকা বচন
গগন গরজি ঘন ঘোর
( হে সখি ) কখন আওত পহু মোর॥
উগলন্হি পাঁচোবান
( হে সখি ) অব ন বচত মোর প্রাণ॥
করব কওন পরকার
( হে সখি ) যৌবন ভেল জিব কাল॥ ৬৫
গগন গরজে ঘন ঘোর,
কখন আসিবে প্রভু মোর!
উদিল পঞ্চবাণ,
এখন বাঁচে না মোর প্রাণ!
করিব কোন্ প্রকার?
যৌবন হইল জীবনের কাল। ৬৫
২৯
নায়িকা বিরহ