রূপান্তর

সে নেত্র নাসাগ্রভাগ করিছে বীক্ষণ॥ ৪৭

 

অবৃষ্টিসংরম্ভস্তব্ধ মেঘের মতন

তরঙ্গবিহীন শান্ত সমুদ্রের মতো

নির্বাতনিষ্কম্প অগ্নি - শিখার সমান

মহাদেব শান্তভাবে ধ্যেয়ানে নিমগ্ন॥ ৪৮

মস্তক করিয়া ভেদ উঠিয়াছে জ্যোতি

কপালের শশধরে করিয়া মলিন॥ ৪৯

 

মনের অগম্য সেই মহাদেবে হেরি

মদনের সকম্পিত হস্তদ্বয় হতে

থর থর কাঁপি খসি পড়িল ধনুক॥ ৫১

 

হেনকালে বনদেবীদের সাথে সাথে

উমা পশিলেন সেই বনস্থলীমাঝে —

হেরি সে অতুলরূপ পাইয়া আশ্বাস

মদন তুলিয়া নিল ধনুর্বাণ তার॥ ৫২

 

পদ্মরাগ মণি জিনি অশোককুসুম

কনকবরন জিনি কর্ণিকার ফুল

মুকুতাকলাপসম সিন্ধুবারমালা

আরণ্য বসন্তফুলে . . .   . . .   . . .

. . .   . . .   . . .   . . .   . . . . . .॥ ৫৩

 

স্তনভারে নতকায়া ঈষৎ অমনি

অবনত কুসুমের মঞ্জরীর ভারে

সঞ্চারিণী পল্লবিনী লতাটির মতো॥ ৫৪

 

থেকে থেকে খুলে পড়ে বকুলমেখলা,

বার বার হাতে করে রাখেন আটকি॥ ৫৫

 

ভ্রমর তৃষিত হয়ে নিঃশ্বাসসৌরভে