কবিতা

হেসেছে পৃথিবী — হেসেছে জগৎ

          কটাক্ষ করিলি কাহারো পানে!

আয়! আয় বালা! তোরে সাথে লয়ে

          পৃথিবী ছাড়িয়া যাই লো চলে!

চাঁদের কিরণে আকাশে আকাশে

          খেলায়ে বেড়াব মেঘের কোলে!

চল্‌ যাই মোরা আরেক জগতে

          দুজনে কেবল বেড়াব মাতি

কাননে কাননে, খেলাব দুজনে

          বনদেবীকোলে যাপিব রাতি!

যেখানে কাননে শুকায় না ফুল!

          সুরভি-পূরিত কুসুমকলি!

মধুর প্রেমেরে দোষে না যেথায়

          সেথায় দুজনে যাইব চলি!