শেষের কবিতা

         করি যাব দান।
         শৃঙ্খল জড়াও তবে,
   বাঁধো মোরে, খণ্ড খণ্ড হবে,
            মুহূর্তে চকিতে,
   মুক্তি তব আমারি মুক্তিতে।
            শাস্ত্র আনো।
   হানো মোরে, হানো।
         পণ্ডিতে পণ্ডিতে
   ঊর্ধ্বস্বরে চাহিব খণ্ডিতে
            দিব্য বাণী।
         জানি জানি
         তর্কবাণ
      হয়ে যাবে খান-খান।
      মুক্ত হবে জীর্ণ বাক্যে আচ্ছন্ন দু চোখ-
         হেরিবে আলোক।

         অগ্নি জ্বালো।
         আজিকার যাহা ভালো
            কল্য যদি হয় তাহা কালো,
         যদি তাহা ভস্ম হয়
            বিশ্বময়,
            ভস্ম হোক।
         দূর করো শোক।
         মোর অগ্নিপরীক্ষায়

      ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায়।
         আমার দুর্বোধ বাণী
      বিরুদ্ধ বুদ্ধির ’পরে মুষ্টি হানি
         করিবে তাহারে উচ্চকিত,
            আতঙ্কিত।
         উন্মাদ আমার ছন্দ
            দিবে ধন্দ
         শান্তিলুব্ধ মুমুক্ষুরে,
            ভিক্ষাজীর্ণ বুভুক্ষুরে।