প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
কোটাল। থামো, থামো–
কোথায় চলেছ পালায়ে
সে কোন্ গোপন দায়ে।
আমি নগর-কোটালের চর॥ স্বরলিপি
বজ্রসেন। আমি বণিক,
আমি চলেছি আপন ব্যবসায়ে,
চলেছি দেশান্তর॥ স্বরলিপি
কোটাল। কী আছে তোমার পেটিকায়॥ স্বরলিপি
বজ্রসেন। আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস॥ স্বরলিপি
কোটাল। খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস। স্বরলিপি
বজ্রসেন। এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে–
সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে।
তোমার মরণ নাহয় আমার মরণ
যমের দিব্য কর যদি এরে হরণ–
ছুঁয়ো
না, ছুঁয়ো না, ছুঁয়ো না॥ স্বরলিপি
কোটাল। ভালো ভালো, তুমি দেখব পালাও কোথা।
মশানে তোমার শূল হয়েছে পোঁতা–
এ কথা মনে রেখে
তোমার ইষ্টদেবতারে স্মরিয়ো এখন থেকে॥ স্বরলিপি