মায়ার খেলা
                        প্রমদার প্রবেশ
 
       প্রমদা।   চল্‌ সখী, চল্‌ তবে   ঘরেতে ফিরে–
              যাক ভেসে ম্লান আঁখি   নয়ননীরে।
              যাক ফেটে শূন্য প্রাণ,   হোক্‌ আশা অবসান–
              হৃদয় যাহারে ডাকে   থাক্‌ সে দূরে॥ স্বরলিপি
               
                             প্রস্থান
 
  মায়াকুমারীগণ।   মধুরাতি পূর্ণিমার   ফিরে আসে বার বার,
              সে জন ফেরে না আর   যে গেছে চলে।
              ছিল তিথি অনুকুল,   শুধু নিমেষের ভুল–
               চিরদিন তৃষাকুল   পরান জ্বলে।
              এখন ফিরাবে তারে   কিসের ছলে   গো॥  

সপ্তম দৃশ্য
কানন
           অমর শান্তা অন্যান্য পুরনারী ও পৌরজন
       স্ত্রীগণ।   এস' এস', বসন্ত, ধরাতলে।
              আন' কুহুকুহু কুহুতান, প্রেমগান,
              আন' গন্ধমদভরে অলস সমীরণ।
              আন' নবযৌবনহিল্লোল, নব প্রাণ,
              প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে।
     পুরুষগণ।   এস' থরথরকম্পিত মর্মরমুখরিত
              নবপল্লবপুলকিত
              ফুল - আকুল - মালতিবল্লি - বিতানে–
              সুখছায়ে মধুবায়ে এস' এস'।
              এস' অরুণচরণ কমলবরণ
              তরুণ উষার কোলে।
              এস জ্যোৎস্নাবিবস নিশীথে,
              কলকল্লোল - তটিনী - তীরে–