মায়ার খেলা
                   কার সুধাস্বরমাঝে   জগতের গীত বাজে,
                   প্রভাত জাগিছে কার নয়নে।
                   কাহার প্রাণের প্রেম অনন্ত।
                   তাহারে খুঁজিব দিক - দিগন্ত।
 
                          প্রস্থান
 
  মায়াকুমারীগণ।   মনের মতো কারে খুঁজে মর–
                     সে কি আছে ভুবনে,
                    সে যে রয়েছে মনে।
                    ওগো,   মনের মতো সেই তো হবে
                    তুমি   শুভক্ষণে যাহার পানে চাও। স্বরলিপি
 
                         নেপথ্যে চাহিয়া
 
       শান্তা।   আমার পরান যাহা চায়,
                       তুমি তাই তুমি তাই গো।
               তোমা ছাড়া আর এ জগতে
               মোর   কেহ নাই, কিছু নাই গো।
               তুমি   সুখ যদি নাহি পাও,
               যাও,   সুখের সন্ধানে যাও,
               আমি   তোমারে পেয়েছি হৃদয়মাঝে–
                       আর কিছু নাহি চাই গো।
               আমি   তোমার বিরহে রহিব বিলীন,
                       তোমাতে করিব বাস–
              দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।
              যদি   আর - কারে ভালোবাস,
              যদি   আর ফিরে নাহি আস,
              তবে   তুমি যাহা চাও তাই যেন পাও–
                  আমি যত দুখ পাই গো॥ স্বরলিপি