শ্যামা

শ্যামা চলে যাচ্ছে। বজ্রসেন চুপ করে দাঁড়িয়ে

শ্যামা একবার ফিরে দাঁড়াল। বজ্রসেন একটু এগিয়ে

বজ্রসেন।  যাও যাও যাও যাও, চলে যাও।

[বজ্রসেনকে প্রণাম করে শ্যামার প্রস্থান

বজ্রসেন।  ক্ষমিতে পারিলাম না যে

ক্ষমো হে মম দীনতা,

পাপীজনশরণ প্রভু।

মরিছে তাপে মরিছে লাজে

প্রেমের বলহীনতা–

ক্ষমো হে মম দীনতা,

পাপীজনশরণ প্রভু।

প্রিয়ারে নিতে পারি নি বুকে,

প্রেমেরে আমি হেনেছি,

পাপীরে দিতে শাস্তি শুধু

পাপেরে ডেকে এনেছি।

জানি গো তুমি ক্ষমিবে তারে

যে অভাগিনী পাপের ভারে

চরণে তব বিনতা।

ক্ষমিবে না, ক্ষমিবে না

আমার ক্ষমাহীনতা,

পাপীজনশরণ প্রভু॥


পরিশিষ্ট
পরিশোধ
নাট্যগীতি

কথা ও কাহিনীতে প্রকাশিত “ পরিশোধ ” নামক পদ্যকাহিনীটিকে নৃত্যাভিনয় উপলক্ষে নাট্যীকৃত করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এর সমস্তই সুরে বসানো। বলা বাহুল্য ছাপার অক্ষরে সুরের সঙ্গ দেওয়া অসম্ভব ব'লে কথাগুলির শ্রীহীন বৈধব্য অপরিহার্য।