প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
নীরজা। একবার নলিনীকে ডেকে দাও। বুঝি সময় চলে গেল।
আমি চল্লেম ভাই – আমার সঙ্গে কেন তোমার দেখা হ’ল? আমি হতভাগিনী কেন তোমাদের মাঝখানে এলেম? প্রিয়তম, আমি যেন চিরকাল তোমার দুঃখের স্মৃতির মতো জেগে না থাকি! আমাকে ভুলে যেয়ো।
নলিনী, বোন আমার,তোদের আজ মিলন হোক,আমি দেখে যাই। ( পরস্পরের হাতে হাত সমর্পণ ) (নলিনীকে চুম্বন করিয়া ঈষৎ হাসিয়া ) তবে আমি চল্লেম বোন!
নলিনী। ( নীরজাকে আলিঙ্গন করিয়া .) দিদি তুই আমার আগে চ’লে গেলি? আমিও আর বেশী দিন থাকব না, আমিও শীগ্গির তোর কাছে যাচ্ছি!