বসন্ত

      ধুতুরা

আজ      খেলাভাঙার খেলা খেলবি আয়।
               সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
     মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
     ফাগুনদিনের আজ স্বপন তো ছুটবে,
               উধাও মনের পাখা মেলবি আয়।
          অস্তগিরির ওই শিখরচূড়ে             
          ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।      
     কালবৈশাখীর হবে যে-নাচন,             
     সাথে নাচুক তোর মরণবাঁচন,           
               হাসিকাঁদন পায়ে ঠেলবি আয়।


জবা


ভয় করব না রে
        বিদায়বেদনারে।
        আপন সুধা দিয়ে
             ভরে দেব তারে।
চোখের জলে সে-যে নবীন রবে,
ধ্যানের মণিমালায় গাঁথা হবে,    
          পরব বুকের হারে।
নয়ন হতে তুমি আসবে প্রাণে,     
মিলবে তোমার বাণী আমার গানে।
          বিরহব্যথায় বিধুর দিনে              
          দুখের আলোয় তোমায় নেব চিনে,
                    এ মোর সাধনা রে।

সকলে


ওরে পথিক,ওরে প্রেমিক,
বিচ্ছেদে তোর খণ্ডমিলন পূর্ণ হবে।
আয় রে সবে
প্রলয়গানের মহোৎসবে।