প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
অমাবাই। পিতা!
বিনায়ক রাও। ছাড়্ তোরা।
সৈন্যগণ। যিনি এ নারীর পতি
তাঁর অভিলাষ মোরা করিব পূরণ।
বিনায়ক রাও। পতি এঁর স্বধর্মী যবন।
সেনাপতি। সৈন্যগণ,
বাঁধো বৃদ্ধ বিনায়কে।
অমাবাই। মাতঃ, পাপীয়সী,
পিশাচিনী!
রমাবাই। মূঢ়, তোরা কী করিস বসি।
বাজা বাদ্য, কর্ জয়ধ্বনি।
সৈন্যগণ। জয় জয়!
অমাবাই। নারকিণী!
সৈন্যগণ। জয় জয়!
রমাবাই। রটা বিশ্বময়
সতী অমা।
অমাবাই। জাগো, জাগো, জাগো ধর্মরাজ!
শ্মশানের অধীশ্বর, জাগো তুমি আজ।
হেরো তব মহারাজ্যে করিছে উৎ পাত
ক্ষুদ্র শত্রু — জাগো, তারে করো বজ্রাঘাত
দেবদেব! তব নিত্যধর্মে করো জয়ী
ক্ষুদ্র ধর্ম হতে।
রমাবাই। বল্ জয় পুণ্যময়ী,
বল্ জয় সতী!
সৈন্যগণ। জয় জয় পুণ্যবতী।
অমাবাই। পিতা, পিতা, পিতা মোর!
সৈন্যগণ। ধন্য ধন্য সতী!
২০ কার্তিক ১৩০৪