ম্যানেজারবাবু
রস জোগায় সে চুপে চুপে,
থাকে নিজে নীরস রূপে,
       আপন জোরে বহে আপন ভার।
কাঁটা যখন উঁচিয়ে থাকে
অহিংস্র কেউ কয় না তাকে—
       যতই কিন্তু করুক-না বদনাম,
পশুর কামড় থেকে যারে
বাঁচিয়ে রাখে বারে বারে
       সেই তো জানে কাঁটার কত দাম।