প্রেম ও প্রকৃতি
৯৩
             রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা–
                মন যে কেমন করে,  হল দিশাহারা॥
                    যেন কে গিয়েছে ডেকে,
                      রজনীতে সে কে  দ্বারে দিল নাড়া–
                          রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥
             বঁধু দয়া করো,   আলোখানি ধরো হৃদয়ে।
                 আধো-জাগরিত তন্দ্রার ঘোরে  আঁখি জলে আঁখি যায় যে ভ’রে।
             স্বপনের তলে ছায়াখানি দেখে    মনে মনে ভাবি এসেছিল সে কে–
                     রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥


ভাদ্র ১৩৪৬]