প্রেম ও প্রকৃতি
৮২
                       ও জলের রানী,
            ঘাটে বাঁধা একশো ডিঙি– জোয়ার আসে থেমে,
              বাতাস ওঠে দখিন-মুখে।  ও জলের রানী,
                ও তোর    ঢেউয়ের নাচন নেচে দে–
           ঢেউগুলো সব লুটিয়ে পড়ুক     বাঁশির সুরে কালো-ফণী॥