প্রেম ও প্রকৃতি
৬৩
    তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো,
    নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।
    এমনি নিবিড় ক’রে   এরা    দাঁড়ায় হৃদয় ভ’রে–
    তাই তো আমি জানি  বিপুল    বিশ্বভুবনখানি
    অকূল-মানস-সাগর-জলে কমল টলোমলো।
    তাই তো আমি জানি–   আমি   বাণীর সাথে বাণী,
    আমি   গানের সাথে গান,  আমি   প্রাণের সাথে প্রাণ,
    আমি   অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥