প্রেম ও প্রকৃতি
৫০
       জীবনে  এ কি প্রথম বসন্ত এল, এল!  এল রে!
       নবীন বাসনায় চঞ্চল যৌবন   নবীন জীবন পেল।
                                          এল, এল।
       বাহির হতে চায় মন,    চায়, চায় রে–
                করে কাহার অন্বেষণ।
       ফাগুন-হাওয়ার দোল   দিয়ে যায় হিল্লোল–
                চিতসাগর উদ্‌‍বেল।  এল, এল।
       দখিনবায়ু ছুটিয়াছে,   বুঝি   খোঁজে কোন্‌ ফুল ফুটিয়াছে–
       খোঁজে বনে বনে– খোঁজে আমার মনে।
       নিশিদিন আছে মন জাগি  কার পদপরশন-লাগি–
       তারি তরে মর্মের কাছে   শতদলদল মেলিয়াছে
                                     আমার মন॥