প্রেম ও প্রকৃতি
৪৪
           অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।
           গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া॥
         সম্মুখে অনন্ত রাত্রি,       আমরা দুজনে যাত্রী,
           সম্মুখে শয়ান সিন্ধু দিগ্‌‍বিদিক হারাইয়া॥
         জলধি রয়েছে স্থির,    ধূ-ধূ করে সিন্ধুতীর,
           প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া।
         নাহি সাড়া, নাহি শব্দ,    মন্ত্রে যেন সব স্তব্ধ,
           রজনী আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া॥