প্রেম ও প্রকৃতি
৩৮
                 ফুলটি ঝরে গেছে রে।
     বুঝি সে উষার আলো   উষার দেশে চলে গেছে॥
             শুধু সে পাখিটি     মুদিয়া আঁখিটি
     সারাদিন একলা বসে    গান    গাহিতেছে॥
   প্রতিদিন দেখত যারে    আর তো তারে দেখতে না পায়–
   তবু সে নিত্যি আসে গাছের শাখে,  সেইখেনেতেই বসে থাকে,
   সারা দিন   সেই গানটি গায়,   সন্ধ্যা হলে কোথায় চলে যায়॥