প্রেম ও প্রকৃতি
১৯
        একবার বলো, সখী, ভালোবাস মোরে–
        রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে।
        সখী, ছেলেবেলা হতে    সংসারের পথে পথে
        মিথ্যা মরীচিকা লয়ে যেপেছি সময়।
        পারি নে, পারি নে আর– এসেছি তোমারি দ্বার–
        একবার বলো, সখী, দিবে কি আশ্রয়।
        সহেছি ছলনা এত, ভয় হয় তাই
        সত্যকার সুখ বুঝি এ কপালে নাই।
        বহুদিন ঘুমঘোরে      ডুবায়ে রাখিয়া মোরে
        অবশেষে জাগায়ো না নিদারুণ ঘায়।
        ভালোবেসে থাকো যদি    লও লও এই হৃদি–
        ভগ্ন চূর্ণ দগ্ধ এই হৃদয় আমার
        এ হৃদয় চাও যদি লও উপহার॥