প্রেম ও প্রকৃতি
     গোলাপ ফুল ফুটিয়ে আছে,    মধুপ, হোথা যাস নে–
     ফুলের মধু লুটিতে গিয়ে  কাঁটার ঘা খাস নে॥
     হেথায় বেলা, হোথায় চাঁপা  শেফালি হোথা ফুটিয়ে–
     ওদের কাছে মনের ব্যথা    বল্‌ রে মুখ ফুটিয়ে॥
     ভ্রমর কহে, ‘হেথায় বেলা    হোথায় আছে নলিনী–
     ওদের কাছে বলিব নাকো   আজিও যাহা বলি নি।
     মরমে যাহা গোপন আছে   গোলাপে তাহা বলিব–
     বলিতে যদি জ্বলিতে হয়   কাঁটারই ঘায়ে জ্বলিব।’