নাট্যগীতি
১৩১
               সুরের জালে কে জড়ালে আমার মন,
                   আমি   ছাড়াতে পারি নে সে বন্ধন॥
          আমায়    অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়,
               বরন-বরন স্বপনছায়ায় করিল মগন॥
          জানি না কোথায় চরণ ফেলি,   মরীচিকায় নয়ন মেলি–
              কী ভুলে ভুলালো দূরের বাঁশি!    মন উদাসী
                  আপনারে    হারালো, ধ্বনিতে আবৃত চেতন॥