নাট্যগীতি
১১৫
               প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
               তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ॥
               এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়
               বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস–
               মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ॥
               আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে–
               চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে।
               মঞ্জরিত শাখায় শাখায়,  মউমাছিদের পাখায় পাখায়,
               ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস–
               মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ॥