নাট্যগীতি
৯৭
         আমার    নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
            নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে।
       আমার  ঘর বলে, ‘তুই কোথায় যাবি,   বাইরে গিয়ে সব খোয়াবি!’
       আমার  প্রাণ বলে, ‘তোর যা আছে সব যাক্‌-না উড়ে পুড়ে।’
       ওগো,  যায় যদি তো যাক্‌-না চুকে,   সব হারাব হাসিমুখে–
       আমি   এই চলেছি মরণসুধা নিতে পরান পূরে।
       ওগো,  আপন যারা কাছে টানে   এ রস তারা কেই বা জানে–
       আমার  বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে।
       এবার   বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে-চুরে ॥